ধাঁধাঁ আর ধাঁধাঁর উত্তর
পিতার আদেশ পেয়ে কোন যোগীবরে জননীর মাথা কাটে ভুমিতলে পাড়ে কী তাহার নাম বল শাস্ত্রে আছে লেখা বলতে কি পারো তার নাম আছে শেখা।
উত্তরঃ পরশুরাম।
মানুষ রাতে কেন বিছানায় যায়? উত্তরঃ কারন রাতে বিছানা তার কাছে আসে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন